রুখসানা রিমি:
আমি যখন একলা আমি ভীষণ একা
যখন আমি কাশের বনে দুঃখ লুকাই
সাদা মনে প্রশ্ন জাগে-
একলা আমি? সত্যি একা?
আমি কি শুধুই আমার?
নাকি অন্য সবার?
জীবনতো ঝরনার মতো বয়ে চলে
না চাইতে পেয়েছি অনেক
জীবনকে কী করে প্রতারক বলি?
সময় সেতো প্রকৃতির ভৃত্য
তাকেও কী করে স্বার্থপর বলি?
আমিতো কৃতজ্ঞতাবদ্ধ মহান স্রষ্টার
আমিতো ঋণাবদ্ধ উদার প্রকৃতির
আমিতো কর্তব্যপরায়ণ সেরা সৃষ্টির
আমার কি- না পাওয়ার বেদনা মানায়?
আমার কি স্বজনদের স্বার্থপরতায়
কষ্টে বিদীর্ণ হওয়া সাজে?
যাকিছু বেদনা অপ্রাপ্তির আঁচলে মোড়া
সে কেবল আমারই দায়, আমারই ব্যর্থতা।
Facebook Comments Box