‘আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের ঘটনার সঙ্গে অন্য কোনো রহস্য বা আন্তর্জাতিক চক্র জড়িত আছে কি না তা সরকারের খুঁজে বের করা উচিত।

 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির নেতাদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, “আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না। আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।” তিনি আরও বলেন, “অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আমরা স্থিতিশীল অবস্থায় পৌঁছেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, তা সমাপ্ত করতে হবে।”

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি বাস্তবায়ন করা কঠিন। ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে যাবে। পিআর পদ্ধতি বাস্তবায়ন করলে জনগণ তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। এ ধরনের চেষ্টা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কারণ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছে।

 

রিজভী মেগা প্রজেক্ট ও অর্থনৈতিক দুর্নীতির বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে, আন্তর্জাতিক মানের অডিট হওয়া দরকার। যারা দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।”

 

দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া সভাপতিত্ব করেন। সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» চমক রেখে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

» জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩টি দল

» ‘আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না’

» জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের টাকার বিনিময়ে কেনা যায়না: এ টি এম আজহারুল

» যে যতটুকু পাপ করেছে তাকে ততটুকু প্রায়শ্চিত্ত করতে হবে: নূর

» দেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না: চরমোনাই পীর

» এ মাটিতে শেখ হাসিনার বিচার হতেই হবে: মির্জা ফখরুল

» প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ

» প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন- স্বাস্থ্য সচিব!

» লালপুরে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী’র মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন 

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

‘আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না’

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকারের শাসনামলে কেউ গুম বা বিচারবহির্ভূত হত্যার শিকার হবে না। তিনি বলেন, নিখোঁজ ব্যক্তিদের ঘটনার সঙ্গে অন্য কোনো রহস্য বা আন্তর্জাতিক চক্র জড়িত আছে কি না তা সরকারের খুঁজে বের করা উচিত।

 

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপার্সন খালেদা জিয়াসহ দলটির নেতাদের রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

 

রিজভী বলেন, “আমরা পতিত ফ্যাসিস্ট আমলের মতো আর গুমের শিকার হতে চাই না। আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চাই না।” তিনি আরও বলেন, “অনেক ক্রান্তিকাল অতিক্রম করে আমরা স্থিতিশীল অবস্থায় পৌঁছেছি। গণতন্ত্র পুনরুদ্ধারে যেসব অমীমাংসিত বিষয় রয়েছে, তা সমাপ্ত করতে হবে।”

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির প্রসঙ্গে বলেন, “বাংলাদেশের জনগণ এই পদ্ধতির সঙ্গে পরিচিত নয়। আমাদের দেশে এটি বাস্তবায়ন করা কঠিন। ভোটাররা প্রার্থী নির্বাচিত না করে দলকে নির্বাচিত করলে রাজনৈতিক দল কর্তৃত্ববাদী হয়ে যাবে। পিআর পদ্ধতি বাস্তবায়ন করলে জনগণ তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে না। এ ধরনের চেষ্টা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কারণ রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংস করা হয়েছে।

 

রিজভী মেগা প্রজেক্ট ও অর্থনৈতিক দুর্নীতির বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “৬৮ শতাংশ অতিরিক্ত অর্থ খরচ করা হয়েছে, আন্তর্জাতিক মানের অডিট হওয়া দরকার। যারা দুর্নীতি করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।”

 

দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভুঁইয়া সভাপতিত্ব করেন। সদস্য সচিব বদরুল আলম সবুজের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com