চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে জায়েদ খান তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়ের পর জায়েদ খান শিল্পীদের কল্যাণে মিলেমিশে কাজ করার অঙ্গীকার করেছেন।
জায়েদ খান বলেছেন, ‘কাঞ্চন ভাই অনেক গুণী মানুষ, আমাদেরই তো ভাই। তিনি দুই মেয়াদে শিল্পী সমিতির উপদেষ্টা হিসেবে আমাদের সঙ্গে ছিলেন। আমরা একসঙ্গেই কাজ করবো। তার সঙ্গে কাজের প্রক্রিয়া নতুনভাবে সাজাতে হবে। সবাই মিলেমিশেই কাজ করবো।
জায়েদ খান আরও বলেন, ‘এবারের নির্বাচনে আমার জয় পেতে অনেক কষ্ট হয়েছে। শিল্পীরা যাদের ভালো মনে করছেন তাদেরকেই ভোট দিয়েছেন। আমি নির্বাচিত হয়েছি সবার দোয়ায় এবং শিল্পীদের ভালোবাসায়। যাদের ভোটে আমি নির্বাচিত, তাদের প্রতি কৃতজ্ঞতা।