সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ১৯৭২ সালে আমরা একটি দেশের কাছে ফরেন পলিসি বিক্রি করে দিয়েছিলাম। সেই জায়গা থেকে আজ পর্যন্ত আমরা উঠে দাঁড়াতে পারিনি। আমরা একটি দেশের সেবা দাস হিসেবে কাজ করেছি। গত ১৫ বছর আমরা সেটারও নমুনা দেখেছি। খুনিরা সে দেশে বসে এখন আমাদের নিয়ে ষড়যন্ত্র করছে।
মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে ‘গণ-অভ্যুত্থান উত্তর বাংলাদেশের পররাষ্ট্রনীতি : নতুন দিগন্তের সন্ধান’ জাতীয় নাগরিক কমিটির দিনব্যাপী জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, একটি দল যখন ক্ষমতায় ছিল, যখন ক্ষমতা চেয়েছে তখন তারা একটি দেশে পালিয়েছে। অন্য কোনো দেশে জায়গা পায় নাই। আমাদের ফরেন পলিসি বলতে ছিল যে, একটি দেশকে দেওয়ার মতো রিলেশন ছিল। বড় করে যদি বলি তাহলে বলতে হবে যে, বাংলাদেশের কোনো মিশন বা ভিশন বিশ্বে আমরা তুলে ধরতে পারি নাই।
তিনি আরও বলেন, আমরা যখন ক্ষমতায় যাব, গ্লোবাল স্টেজের ক্ষেত্রে ব্যালেন্স অব পাওয়ারের প্রতি আমরা প্রকাশ করব। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন- ‘আপনারা আমাদের কাছে করিডর চাচ্ছেন, আমাদের তো মন চায় একটু হিমালয়ে যাওয়ার জন্য। হিমালয় থেকে যদি বে অব বেঙ্গল পর্যন্ত একটি সড়ক করা যায়। আমাদের পণ্যগুলো যদি নেপাল, চীন দিতে পারতাম, আমরা উপকৃত হতাম। গত ১৫ বছর আমরা সব কিছু দিয়েই গেছি।’