ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গতকাল আমরা ঈদ উদযাপন করেছি, কিন্তু দেশের অসংখ্য পরিবারে ঈদের আনন্দ ছিল না। বিশেষ করে যারা এ বিপ্লবে শহীদ হয়েছেন। ওই মায়েদের, ওই পরিবারে কিন্তু ঈদের আনন্দ নেই। ঈদের নামাজের পর ছুটে গিয়েছি শহীদ কাউসার হোসেন বিজয়ের বাড়িতে। তার বাবাকে বললাম কী অবস্থা, কেমন আছেন? বললেন, সারারাত তারা কান্নাকাটি করেছেন। এভাবে অসংখ্য পরিবারের ঈদ আনন্দকে ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন ২ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রবের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকার বাড্ডা থানার আমির মাওলানা কুতুব উদ্দিন, লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ, ভবানীগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সালেহ ইব্রাহীম, সেক্রেটারি হাফেজ আবদুল হক ও জামায়াত নেতা তায়েফ হোসেন প্রমুখ।