আফগানিস্তানে পৃথক দুই বোমা হামলায় নিহত ৯

আফগানিস্তানে মিনিবাসে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ৯ জন। দুটি পৃথক বাসে হওয়া এই হামলায় আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন। খবর এএফপির।

 

আফগান পুলিশের বরাত দিয়ে করা প্রতিবেদনে এএফপি জানায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আফগানিস্তানের মাজার-ই-শরীফে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

 

আফগানিস্তানের বালখ প্রদেশের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বৃহস্পতিবার মাজার-ই-শরীফের পৃথক জেলায় কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। মিনিবাসের যাত্রীরা রোজা ছিলেন এবং ইফতারের জন্য সকলে বাড়ি অভিমুখে যাচ্ছিলেন।

 

তিনি আরও বলেন, শিয়া যাত্রীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতের পাশাপাশি হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। আফগানিস্তানের শত্রুরা তাদের জনগণের মধ্যে উত্তেজনা ও বিভেদ সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

এদিকে হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে বলেও এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এতোদিন ধরে দাবি করে আসছে তারা জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করেছে।

 

তবে গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতাভার নিজের ওপর নেয়ার পর থেকে দেশটিতে বোমা হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» যাত্রীবাহী বাসের চাপায় অটোচালকসহ দুজন নিহত

» আবারও রেকর্ড গড়েছে স্বর্ণের দাম

» পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় প্রধান অভিযুক্ত অস্ত্রসহ গ্রেপ্তার

» টি-টোয়েন্টিতে বাংলাদেশের ডাবল সেঞ্চুরি

» ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী

» কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর চাইছে: সালাহউদ্দিন

» গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

» বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১২৬ জন আসামি গ্রেফতার

» ফখরুল-আব্বাসসহ ৬৭ জনকে অব্যাহতি দিলো আদালত

» জামায়াতের আন্দোলন সরকারবিরোধী না : ব্যারিস্টার ফুয়াদ

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আফগানিস্তানে পৃথক দুই বোমা হামলায় নিহত ৯

আফগানিস্তানে মিনিবাসে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ৯ জন। দুটি পৃথক বাসে হওয়া এই হামলায় আহত হয়েছেন অন্তত আরও ১৩ জন। খবর এএফপির।

 

আফগান পুলিশের বরাত দিয়ে করা প্রতিবেদনে এএফপি জানায়, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আফগানিস্তানের মাজার-ই-শরীফে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

 

আফগানিস্তানের বালখ প্রদেশের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি জানিয়েছেন, বৃহস্পতিবার মাজার-ই-শরীফের পৃথক জেলায় কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণগুলো ঘটে। মিনিবাসের যাত্রীরা রোজা ছিলেন এবং ইফতারের জন্য সকলে বাড়ি অভিমুখে যাচ্ছিলেন।

 

তিনি আরও বলেন, শিয়া যাত্রীদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। নিহতের পাশাপাশি হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন। আফগানিস্তানের শত্রুরা তাদের জনগণের মধ্যে উত্তেজনা ও বিভেদ সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

এদিকে হামলার কয়েক ঘণ্টা পর জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে নিয়েছে বলেও এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

অন্যদিকে আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান এতোদিন ধরে দাবি করে আসছে তারা জঙ্গিগোষ্ঠী আইএসকে পরাজিত করেছে।

 

তবে গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতাভার নিজের ওপর নেয়ার পর থেকে দেশটিতে বোমা হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com