ছবি সংগৃহীত
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রবিবার (৮ সেপ্টেম্বর) পালিত হবে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলক্ষ্যে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য- ‘বহুভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার সকাল ১০টায় ঢাকায় তেজগাঁওস্থ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।