আনচেলত্তির অভিষেক ম্যাচে হতাশার পারফরম্যান্স ব্রাজিলের

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :কোচ বদল হলেও মাঠে দেখা গেল পুরোনো ব্রাজিলকেই। দরিভাল জুনিয়রের কোচিংয়ে যে বিবর্ণ ফুটবল খেলছিল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা, অনেক অপেক্ষার পর কার্লো আনচেলত্তিকে ডাগআউটে পেয়ে সেই একই বিবর্ণ ফুটবল খেলল তারা।

 

বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের মাঠে বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে শুরু হওয়া ম‍্যাচে গোলশূন‍্য ড্র করেছে ব্রাজিল। স্বাগতিক দল একুয়েডরও হলুদ জার্সি পরে খেলায় ব্রাজিল নিজেদের প্রথম পছন্দের জার্সি পায়নি। হলুদের জায়গায় নীল জার্সি পরে খেলতে নেমে দলটি ছিল অচেনা। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা- প্রতিটি সূচকেই তারা পিছিয়ে ছিল একুয়েডরের চেয়ে।

 

প্রায় ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য কেবল তিনটি শট নিতে পারে ব্রাজিল, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে একুয়েডরের সাত শটের তিনটি ছিল লক্ষ‍্যে। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু তরে একুয়েডর। তবে প্রথম ভালো সুযোগ পায় ব্রাজিল। ২২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট এগিয়ে এসে ঠেকান স্বাগতিক গোলরক্ষব গানসালো ভাইয়ে।

 

পাঁচ মিনিট পর ক্রসে পাঞ্চ করতে পোস্ট ছেড়ে এগিয়ে যান আলিসন বেকার। ব্রাজিল গোলরক্ষক বল নাগাল না পাওয়ায় সুযোগ এসে স্বাগতিকদের সামনে। কিন্তু বিস্ময়করভাবে ফাঁকা জালেও শচ লক্ষ‍্য রাথখতে পারেনি তারা। ৩৩তম মিনিটে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লম্বা সময় পর ব্রাজিলের হয়ে খেলা কাসেমিরো। পাঁচ মিনিট পর একুয়েডরের অরক্ষিত মিডফিল্ডার হন ইবোয়াহ বিপজ্জনক জায়গা থেকে বাইরে হেড করেন।

 

দ্বিতীয়ার্ধে আরও কমে যায় খেলার গতি। প্রকট হয়ে ওঠে ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণভাগের সমন্বয়হীনতা। এই অর্ধে প্রথম ভালো সুযোগ পান ইবোয়াহ। ৬৭তম মিনিটে ঝাঁপিয়ে তার শট ঠেকান আলিসন। নয় মিনিট পর কাসেমিরোর আচমকা দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান একুয়েডর গোলরক্ষক। ৭৬তম মিনিটে একইভাবে পেরভিস এস্তুপিনানের শট ব‍্যর্থ করে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।

 

বাকি সময়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ১৫ ম‍্যাচে এটি ব্রাজিলের পঞ্চম ড্র। সঙ্গে পাঁচ জয়ে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে একুয়েডর। এদিনই উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে প‍্যারাগুয়ে। ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে পাঁচে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ছাত্র সংসদ না থাকলে রাজনীতি পেশিশক্তির হাতে চলে যাবে: নূর

» ‘জামায়াত-শিবির রাজাকার’ স্লোগান দেওয়ার জন্য একটি দলের নেতাকর্মীদেরও লিখে দেওয়া হয়েছে: ড. শফিকুল

» বিএনপি বা এনসিপির নয়, পুলিশ হবে জনতার: হাসনাত আবদুল্লাহ

» বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করব: নাহিদ

» বিচার-সংস্কারের আগে নির্বাচন হলে সেটা জাতির জন্য ডিজাস্টার: জামায়াতের আমির

» আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না: সারজিস

» গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের দায় গোটা বিশ্বের: শায়খ আহমাদুল্লাহ

» মাঝে মাঝে ভয় হয়, জুলাইয়ের শিক্ষা ক্ষয়ে যাবে: প্রধান উপদেষ্টা

» সৌদি যুবরাজের আমন্ত্রণে রিয়াদ সম্মেলনে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনুস

» পুলিশের সুনাম-দুর্নাম আপনাদের ওপর নির্ভর করে: এসআইদের ডিএমপি কমিশনার

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আনচেলত্তির অভিষেক ম্যাচে হতাশার পারফরম্যান্স ব্রাজিলের

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :কোচ বদল হলেও মাঠে দেখা গেল পুরোনো ব্রাজিলকেই। দরিভাল জুনিয়রের কোচিংয়ে যে বিবর্ণ ফুটবল খেলছিল পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা, অনেক অপেক্ষার পর কার্লো আনচেলত্তিকে ডাগআউটে পেয়ে সেই একই বিবর্ণ ফুটবল খেলল তারা।

 

বিশ্বকাপ বাছাইয়ে একুয়েডরের মাঠে বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোরে শুরু হওয়া ম‍্যাচে গোলশূন‍্য ড্র করেছে ব্রাজিল। স্বাগতিক দল একুয়েডরও হলুদ জার্সি পরে খেলায় ব্রাজিল নিজেদের প্রথম পছন্দের জার্সি পায়নি। হলুদের জায়গায় নীল জার্সি পরে খেলতে নেমে দলটি ছিল অচেনা। বল দখল, সুযোগ তৈরি, গোলের জন‍্য শট ও লক্ষ‍্যে রাখা- প্রতিটি সূচকেই তারা পিছিয়ে ছিল একুয়েডরের চেয়ে।

 

প্রায় ৪৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য কেবল তিনটি শট নিতে পারে ব্রাজিল, এর দুটি ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে একুয়েডরের সাত শটের তিনটি ছিল লক্ষ‍্যে। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু তরে একুয়েডর। তবে প্রথম ভালো সুযোগ পায় ব্রাজিল। ২২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের শট এগিয়ে এসে ঠেকান স্বাগতিক গোলরক্ষব গানসালো ভাইয়ে।

 

পাঁচ মিনিট পর ক্রসে পাঞ্চ করতে পোস্ট ছেড়ে এগিয়ে যান আলিসন বেকার। ব্রাজিল গোলরক্ষক বল নাগাল না পাওয়ায় সুযোগ এসে স্বাগতিকদের সামনে। কিন্তু বিস্ময়করভাবে ফাঁকা জালেও শচ লক্ষ‍্য রাথখতে পারেনি তারা। ৩৩তম মিনিটে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লম্বা সময় পর ব্রাজিলের হয়ে খেলা কাসেমিরো। পাঁচ মিনিট পর একুয়েডরের অরক্ষিত মিডফিল্ডার হন ইবোয়াহ বিপজ্জনক জায়গা থেকে বাইরে হেড করেন।

 

দ্বিতীয়ার্ধে আরও কমে যায় খেলার গতি। প্রকট হয়ে ওঠে ব্রাজিলের মাঝমাঠ আর আক্রমণভাগের সমন্বয়হীনতা। এই অর্ধে প্রথম ভালো সুযোগ পান ইবোয়াহ। ৬৭তম মিনিটে ঝাঁপিয়ে তার শট ঠেকান আলিসন। নয় মিনিট পর কাসেমিরোর আচমকা দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান একুয়েডর গোলরক্ষক। ৭৬তম মিনিটে একইভাবে পেরভিস এস্তুপিনানের শট ব‍্যর্থ করে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন।

 

বাকি সময়ে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। ১৫ ম‍্যাচে এটি ব্রাজিলের পঞ্চম ড্র। সঙ্গে পাঁচ জয়ে ২২ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তারা। ২৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে একুয়েডর। এদিনই উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ২৪ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে প‍্যারাগুয়ে। ২১ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে পাঁচে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com