ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত হয়েছে। এসময় আরও একজন আহত হন।
আজ রাত আটটার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।
স্থানীয়রা জানায়, হাউজিং এলাকার বাসিন্দা স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন ওরফে সোনা শাহীনের সঙ্গে যুবদল নেতা সুরুজের তর্ক ও হাতাহাতি হয়। কিছু সময় পর শাহীনের নেতৃত্বে তার ছেলে ইমনসহ কয়েকজন এসে সুরুজকে কুপিয়েছে। সুরুজকে রক্ষায় নয়ন এগিয়ে গেলে তাকেও কোপানো হয়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে নেয়ার পর চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেছেন। নয়ন চিকিৎসাধীন রয়েছেন।
কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, তুচ্ছ ঘটনার জেরে এক পক্ষ আরেক পক্ষকে কুপিয়েছে। এতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছে। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। যারা জড়িত তাদের সুনির্দিষ্ট নাম পেলে গ্রেফতারে অভিযান করা হবে।