অনন্যা পান্ডের ‘লাইগার’ ছবিটি মুক্তির অপেক্ষায়। বর্তমানে ছবির প্রচারণা চালাচ্ছেন অভিনেত্রী। ছবির অভিনেতা বিজয় দেবরাকোন্ডায় মুগ্ধ তিনি। বিষয়টি অনন্যা প্রকাশ্যেই জানিয়েছেন। কিন্তু অনন্যার নাম বিজয় নয়, উচ্চারিত হচ্ছে বলিউড অভিনেতা আদিত্য রয় কাপুরের সঙ্গে। গুঞ্জন উঠেছে, আদিত্য ও অনন্যা প্রেম করছেন। যদিও জসম্মুখে তাদের এখনো একসঙ্গে সেভাবে দেখা যায়নি। গুঞ্জনের সত্যতা সম্পর্কেও তাই নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে তিন বছর অভিনেতা ঈশান খাত্তারের সঙ্গে সম্পর্কে ছিলেন অনন্যা। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কে ছেদ পড়ে। ২০২০ সালে ‘খালি পিলি’ ছবিটি করতে গিয়ে বন্ধুত্ব গড়ে উঠেছিল ঈশান ও অনন্যার। ঈশানের সঙ্গে সম্পর্ক না টেকায় নতুন সম্পর্কের ব্যাপারে অনন্যা বেশ সাবধানী।
আদিত্য ও অনন্যার কীভাবে পরিচয় হয়েছে, কিংবা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে তা এখনো সামনে আসেনি। তবে ইটি টাইমস জানিয়েছে, প্রেম করছেন দুজনে।
এ বছর অনন্যার ‘গেহরায়িয়া’ ছবিটি মুক্তি পেয়েছিল। তাকে সামনে ‘খো গায়ি হাম কাহা’ ও ‘লাইগার’ ছবিতে। এদিকে, আদিত্যকে সম্প্রতি দেখা গেছে ‘রাষ্ট্র কবচ ওম’ ছবিতে। মুক্তির অপেক্ষায় আছে ‘গুমরাহ’ ছবিটি।