ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী শহরের মুন্সেফপাড়া এলাকায় আতশবাজির বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ রাফি (৮) নামে এক শিশু নিহত হয়েছে। আলাদা ঘটনায় সদর উপজেলার বদরপুর ইউনিয়নের হকতুল্লা গ্রামে আরেকটি আতশবাজি বিস্ফোরণে দুই কিশোরের হাত ও চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রবিবার রাত ৯টার দিকে পৌর শহরের ৫নং ওয়ার্ডের মুন্সেফপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাফি পৌর নিউমার্কেট এলাকার মাছ ব্যবসায়ী মনির হাওলাদারের ছেলে। রাফি চরপাড়া ওয়ায়েজিয়া কামিল মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আতশবাজি ফাটানোর সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। যার একটি অংশ রাফির শ্বাসনালিতে প্রবেশ করে পুড়ে গুরুতর জখম হয়। স্বজনরা উদ্ধার করে রাফিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া একই রাতে ১০টার দিকে সদর উপজেলার হকতুল্লা গ্রামে আতশবাজি বিস্ফোরণের আরেকটি ঘটনায় মো. বেলাল তালুকদার (১৬) ও তার চাচাতো ভাই মো. রাব্বি আহমেদ (১৫) গুরুতর আহত হয়। বিস্ফোরণে তাদের হাতের তালু ও আঙ্গুঁল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বেলালের বাঁ চোখেও গুরুতর আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. ইমতিয়াজ আহমেদ জানান, আতশবাজির আঘাতে আলাদা ঘটনায় এক শিশু নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছি। খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।