প্রিয় ফরম্যাট ওয়ানডে এলেই যেন বিড়াল থেকে বাঘ হয়ে ওঠে বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টিতে অসহায় দলটি ৫০ ওভার এলেই ধারণ করে রুদ্রমূর্তি। ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ, খেলার ধরণ সবই হয়ে যায় অনেক আগ্রাসী। তাইতো আজ দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক উইন্ডিজকে কোন ছাড় দিতে চায় না টিম বাংলাদেশ।
প্রথম ওডিআইতে ৩ উইকেট শিকার করে উইন্ডিজ ব্যাটিং লাইনআপ ধসানোর অন্যতম কাণ্ডারি মেহেদি হাসান মিরাজ বলেন, ‘আমরা তো শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করব না। যেহেতু আমাদের সামনে একটা বড় সুযোগ আছে। দ্বিতীয় ম্যাচ জিতলেই আমরা সবাই নির্ভার হতে পারব যে আমরা সিরিজ জিতেছি।
এইযে সিরিজ নিশ্চিতের জন্য উদগ্রীব মনোভাব, বছর দশেক আগেও এতটা আত্মবিশ্বাসী ছিলেন না টাইগার ক্রিকেটাররা। কথা উঠলো তামিমের ক্যাপ্টেন্সি নিয়েও।
মিরাজ বলেন, ‘তামিম ভাই মাশআল্লাহ খুব ভালো ক্যাপ্টেন্সি করছে। সফলও হচ্ছে। খুবই ভালো করছে তার চেয়ে বড় কথা হলো তাকে সবাই সমর্থন যোগাচ্ছে পেছন থেকে।
এতোকিছু নিয়ে কথা হবে আর বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান ইস্যু অনুপস্থিত থাকবে তা কি করে হয়! তবে টেস্ট অধিনায়কের অনুপস্থিতি সুযোগ হিসেবে দেখছেন মিরাজ। লোয়ার অর্ডারে ব্যাট করতে চান আরও দায়িত্ব নিয়ে।
সাকিবকে নিয়ে সাবেক অনূর্ধ্ব-১৯ কাপ্তান বলেন, ‘সাকিব ভাই খেললে তো এই জিনিসটা হয় না। তারপরও আমি মনে করি আমাদের সবার জন্য একটা সুযোগ। আমরা ব্যাটসম্যানরা যদি দায়িত্ব সহকারে খেলতে পারি তাহলে ভালো হবে।’