ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী পল্লি বিদ্যুৎ পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করেছে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা।
আজ ভোরে এ ঘটনা ঘটে।
সার্জেন্ট রবিউল বাসার জানান, গোপন খবরের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৩টায় এক অভিযানে মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালীতে মো. বিল্লাল হোসেন মোল্লা (৪৩), মো. রাব্বি মোল্লা (২৮) ও মো. রবেজ মোল্লাকে (৩০) আটক করা হয় ।
এ সময় তাদের থেকে দু’টি ওয়ান শুটার গান, চারটি কার্তুজ, চারটি পিস্তলের গুলি, একটি চাইনিজ কুড়াল, একটি রামদা, চারটি ছুরি, ৫০ গ্রাম গাঁজা, ৪৭ পিস ইয়াবা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মাগুরা আর্মি ক্যাম্প জানায়, অভিযানে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানা‑পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া স্থানীয় নিরাপত্তা নিশ্চিত ও অবৈধ কর্মকাণ্ড দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সকাল ৬টার দিকে মাগুরা আর্মি ক্যাম্পের সদস্যরা অস্ত্র-গোলাবারুদসহ তিনজনকে মাগুরা সদর থানায় হস্তান্তর করেছে।