অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচনী তফসিল অনুসারে আগামী ২ জুন ২০২৫ ইং তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুসারে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে ৫ মে সোমবার থেকে। প্রথম দিন নির্বাচন কমিশনের কাছ থেকে চেয়াম্যান পদে মনোনয়নপত্র ক্রয় করলেন উপজেলার মধ্য সুজনকাঠী কৃষক সমবায় সমিতির প্রতিনিধি ও বরিশাল জেলা উত্তর তাঁতী দলের সদস্য সচিব মো. আক্তারুজ্জামান। তার সাথে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ মোহাম্মাদ বখতিয়ার, যুগ্ম আহবায়ক শামছুল হক খোকনসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
নির্বাচনী তফসিল অনুসারে, মনোনয়নপত্র বিতরণ ৫ মে থেকে ৬ মে পর্যন্ত, মনোনয়নপত্র ১২ মে, মনোনয়নপত্র বাছাই ১৪ মে, প্রার্থীতা প্রত্যাহার ২৫ মে, প্রতীক বরাদ্দ ২৬ মে ও ভোট গ্রহণ ২ জুন ২০২৫ ইং। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৩ জন।
সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর নির্বাচন উপলক্ষে বরিশাল জেলা সমবায় অফিসারে সভার সিদ্ধান্ত মোতাবেক আগৈলঝাড়ার কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়ে থাকে। নির্বাচনে তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২ জুন ২০২৫ ইং। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। ওই কমিটির সভাপতি আগৈলঝাড়া উপজেলা সমবায় অফিসার আফজাল হোসেন, সদস্য জেলা অফিস তাঁত-তত্ত¡াবধায়ক আনোয়ার সাদাত মো. খান রাফিন ও আগৈলঝাড়া বিআরডিবি জুনিয়র অফিসার (হিসাব) মো. রেজাউল করিম।