অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা সেচ্ছাসেবক দলের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা করেছেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান জুয়েল জানান, দলীয় নেতাকর্মীদের নিয়ে আগৈলঝাড়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর এবং বিভিন্ন স্কুল মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর ও আশেপাশে পরিস্কার পরিছন্ন করেছেন।
দলীয়সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কামরুল হাসান জুয়েলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক মোক্তাদির হোসেন তরু, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ন-আহবায়ক হাফিজুর রহমান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মো. রাজ্জাক ফকির, যুগ্ন-আহ্বায়ক কামরুল ইসলাম হাওলাদার, সার্জেন্ট (অব:) কাজী সেলিম, মো. আবু সাইয়েদ, জেলা উত্তর যুবদল সদস্য হেমায়েত তালুকদার, সালমান হাসান রিপন, উপজেলা যুবদল আহ্বায়ক শোভন রহমান মনির, সদস্য সচিব সাইফুল ইসলাম শিপন, স্বেচ্ছাসেবক দল নেতা শুভ তালুকদার ও উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মিঠু সরদার, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক সাব্বির আহম্মেদ প্রমুখ।