অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে গত ১৯ ও ২১ মে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিহা তানজিন।
উপজেলা হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালতের কার্যক্রম, আইন-শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, যুব উন্নয়ন এবং সমাজসেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল ইউপি সদস্যবৃন্দ গ্রাম আদালত সম্পর্কে গভীর ধারণা অর্জন করেন এবং স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়নে প্রতিশ্রæতিবদ্ধ হন।
প্রশিক্ষণের সভাপতি ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ফরিহা তানজিন। এছাড়াও প্রশিক্ষক হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান এবং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক। উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত প্রকল্প) সুচিত্রা বাড়ৈ প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ফরিহা তানজিন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প সময় ও খরচ বাঁচিয়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তবে বিচারকদের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালন করতে হবে। ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণই গ্রাম আদালতের সাফল্য নিশ্চিত করবে।