প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল): বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে ইয়াবা ব্যবসায়ী ফয়সাল হাওলাদারকে ২৮ পিস ইয়াবাসহ গত বুধবার বিকালে চক্রিবাড়ি নামক স্থান থেকে থানায় এএসআই নুর মোহাম্মদ, এএসআই অনুপম সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতার করেন। এঘটনায় তার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরদিন সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।