সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচী এবং বিশৃঙ্খল পরিস্থিতিকে কেন্দ্র করে বিষ্ফোরক মন্তব্য করেছেন সাবেক আওয়ামী এমপি এবং বর্তমান সময়ের আলোচিত রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
আজ বুধবার এক ফেইসবুক পোষ্টের বরাত দিয়ে তিনি জানান,“আজ দেশপ্রেমিক সেনাবাহিনী না থাকলে যে কি হতো ! আর গরীব দেশে ট্যাংকের কি দরকার এসব কথা যারা বলতেন তাদের মুখে ছাই পড়ুক ! আজ আমরা বুঝতে পেরেছি – ট্যাংক কেন দরকার – কিভাবে দরকার এবং কখন দরকার !
অন্যদিকে, যারা নির্বাচন নির্বাচন করেন তারাও আজ বুঝেছেন – এই সরকার কতো সুন্দর নির্বাচন করবেন ! সুতরাং আগে গোপালগঞ্জ ঠিক হবে ! তারপর নির্বাচন ! নইলে দ্বিতীয় বিপ্লব ! ইনকিলাব জিন্দাবাদ!”
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ বুধবার মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচীর ঘোষনা দিয়েছিলো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এই নিয়ে গতকাল থেকেই থমথমে পরিবেশ এবং উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিলো জেলা গোপালগঞ্জ সহ পুরা দেশে।
প্রতিটি গনমাধ্যম এবং নাগরিক সর্বসাধারণের নজর সেই সাথে বিপুল স্নায়ু চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে রাজনৈতিক দল থেকে শুরু করে বিশ্লেষক আলোচক সহ সবাইকে। উপেক্ষিত চাপ এবং চলমান রাজনৈতিক ডামাডোলকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে নানবিধ মন্তব্য করেন নানন জন ও মতের মানুষেরা।