ফাইল ছবি
অনলাইন ডেস্ক : বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপদ্ধতি ঠিক করা হবে।
লন্ডন থেকে আজ সোমবার রাতে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
ডা. মোহাম্মদ আল মামুন বলেন, ‘বেগম খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। সোমবার প্রথম কর্মদিবসে আরও কিছু পরীক্ষার পর চিকিৎসকরা বসে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন।
তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তাকে বাসার খাবার দেওয়া হচ্ছে।