সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটসহ সারাদেশে আগামী ১৫ই মার্চ সকাল ৮টা থেকে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন।
জয়পুরহাট জেলার ৫ টি উপজেলায় সকল ইউনিয়ন ও পৌরসভার মোট ৮২৫ টি স্থানে এ ক্যাম্পেইন করা হবে।
এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২০৭৫ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১২৪১৪০ জন শিশুকে লাল রঙের ক্যাপসুলসহ মোট ১৩৬২১৫ জনকে খাওয়ানো হবে।
বুধবার(১৩ মার্চ) দুপুরে জেলা সিভিল সার্জন সভাকক্ষে আয়োজিত সাংবাদিকদের অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন, সিভিল সার্জন ডাঃ মোঃ আল মামুন।
ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের অপুষ্টিজনিত সমস্যা দূর করে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এসব তথ্য জানান তিনি।
সভায় আরো উপস্হিত ছিলেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমন, সিনিয়ার স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতী রায়,জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সম্পাদক মাসুদ রানা সহ অনেকেই।
Facebook Comments Box