ফাইল ছবি
অনলাইন ডেস্ক : আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার ঈদগাঁও মাঠে খেলাফিত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে যে রাজনীতি ছিল, তা হলো বিভাজনের রাজনীতি। এক নম্বর হলো শেখ হাসিনার রাজনীতি অন্যটা হলো বৈষম্যের রাজনীতি। আমার বাংলাদেশের ছাত্রজনতা ৫ আগস্ট শেখ হাসিনার সেই বিভাজনের রাজনীতিকে ধ্বংস করেছে।
তিনি বলেন, শেখ হাসিনা সেই দিন আমার ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন, ফলে পুরো দেশের ছাত্রজনতা, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব ছাত্রজনতা এক হয়ে শেখ হাসিনার সেই বৈষম্য রাজনীতিকে কবর দিয়েছে।
তিনি আরও বলেন, সেদিন বাংলাদেশের ইসলাম সমাজ খেলাফত মজলিস থেকে শুরু করে সব ইসলামিক দলগুলো একত্রিত হয়ে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ৫ আগস্টের সেই বিপ্লবে দেশের সমস্ত দল একত্রিত হয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া শেখ মুজিবের একটা মূর্তিও রাখেনি। তাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আবছার উদ্দিন। এতে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি নেতা লুৎফর রহমান কাজল, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী ও মাওলানা ইয়াছিন হাবিব।