ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ একটা মরা লাশ, এই মরা লাশ টানাটানি করে কোনো লাভ নেই। দেশে ও প্রবাসে প্রোপাগান্ডা ছড়িয়ে অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করে আর সফল হওয়া যাবে না। দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নুরুল হক নুর।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্স শাখার আয়োজনে একটি অভিজাত হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিবেশী ভারতের আচরণ নিয়ে ভিপি নুর বলেন, ‘আধিপত্যবাদী, প্রভু ও দাসসুলভ আচরণের প্রতিবেশী চাই না। আমরা প্রতিবেশীদের সাথে মর্যাদাপূর্ণ বন্ধুত্ব চাই।’
প্রবাসীদের প্রতি তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশকে বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রবাসীদের কাজ করতে হবে।
সংগঠনের ফ্রান্স শাখার সভাপতি শাহীন আহমেদ মোড়লের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক নুরুল গণি জনির সঞ্চালনায় প্যারিসের অদূরে একটি তারকা হোটেলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খাইরুল আমিন, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ,প্রবাসী অধিকার পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার হোসেন, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাহবুব হোসেন, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সভাপতি এমডি নূর, আইসা প্রো প্রেসিডেন্ট ওবায়েদ উল্লাহ কয়েস, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল মাহমুদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও মির্জা গ্রুপ প্রেসিডেন্ট মির্জা মাজহারুল ইসলাম, দেশ সার্ভিসের পরিচালক শাজাহান আহমেদ, বিসিএফ সহ সভাপতি ফারুক হোসেন, আব্দুর রহমান শিপন, সাধারণ সম্পাদক নজমুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোসাদ্দেক হোসেন সাইফুল, কার্যনির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ ও জহিরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ফ্রান্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সূএ: বাংলাদেশ প্রতিদিন