ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, “বিএনপি তথা এর অঙ্গ সংগঠনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাউকে কোনোভাবে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। কেউ গোপনে ফ্যাসিস্টদের সহযোগিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কারও জন্য কোনো ক্ষমা নেই।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে এই উপহার বিতরণ করা হয়। একই সঙ্গে বিকেলে মহানগর যুবদলের পক্ষ থেকেও ঈদ উপহার বিতরণ করা হয়।
আব্দুল মোনায়েম মুন্না বলেন, “আওয়ামী লীগ গত তিনটি ভোটবিহীন নির্বাচন করেছে। দিনের ভোট রাতে করেছে, নকল ভোট করেছে এবং দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এমন সন্ত্রাসী কার্যক্রম আর কেউ করতে পারবে না। আমরা অবিলম্বে ফ্যাসিস্টদের সহযোগী সন্ত্রাসী ও ক্যাডার বাহিনীকে আইনের আওতায় আনার দাবি জানাই।
তিনি আরও বলেন, “জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। বিএনপি জনগণের জন্য রাজনীতি করে, জনগণের জন্যই কাজ করে। দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করছেন। দুর্ঘটনার খবর পেলেই তিনি যোগাযোগ করছেন, পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।
মোনায়েম মুন্না বলেন, “ভবিষ্যতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। বিশৃঙ্খলা বা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে কেউ পার পাবে না।
জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব ও মহানগর যুবদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।