সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আইপ্যাডের জন্য একটি আলাদা অ্যাপ আনার ইঙ্গিত দিয়েছে হোয়াটসঅ্যাপ। বহু প্রতীক্ষার পর অ্যান্ড্রয়েড, আইফোন ও ম্যাক ব্যবহারকারীদের পাশাপাশি আইপ্যাড ব্যবহারকারীরাও হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একজন ব্যবহারকারীর ‘আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ চাই’ লিখে পোস্ট দেন। পোস্টের জবাবে একটি ‘চোখ’-এর ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাকাউন্ট।
সরাসরি কিছু না বললেও, এই ইঙ্গিতেই বোঝা যাচ্ছে অ্যাপল আইপ্যাড ব্যবহারকারীদের জন্য খুব শিগগিরই আসতে চলেছে বহু প্রতীক্ষিত হোয়াটসঅ্যাপ অ্যাপ।
গত প্রায় দুই বছর ধরে আইপ্যাডওএস-এর জন্য হোয়াটসঅ্যাপের একটি নেটিভ অ্যাপ টেস্টফ্লাইট (অ্যাপল-এর বেটা প্ল্যাটফর্ম) এর মাধ্যমে পরীক্ষাধীন রয়েছে। বর্তমানে বেটা প্রোগ্রামটি পূর্ণ হওয়ায় নতুন কোনো ব্যবহারকারী যুক্ত হতে পারছেন না। তবে যারা ইতিমধ্যে অ্যাক্সেস পেয়েছেন তারা জানিয়েছেন যে অ্যাপটির পারফরম্যান্স বেশ স্থিতিশীল।
এই দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা থেকে ধারণা করা যায়, মেটা (হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান) অত্যন্ত যত্নসহকারে একটি নির্ভরযোগ্য ব্যবহার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে চলেছে।
আইফোন সংযুক্ত না থাকলেও আইপ্যাড অ্যাপে ব্যবহারকারীরা ‘কম্প্যানিয়ন মোড’ ফিচারের মাধ্যমে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে অ্যাক্সেস পাবেন। বর্তমানে ডেক্সটপ ও ওয়েব সংস্করণে এই সুবিধা পাওয়া যায়। এছাড়া ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখতে পূর্বের মতোই সব মেসেজ ও কল থাকবে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’।
আইপ্যাডের বড় স্ক্রিনের জন্য বিশেষভাবে তৈরি এই নতুন ইন্টারফেসটি আইফোন বা ওয়েব সংস্করণের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হবে বলে ধারণা করা হচ্ছে।
এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ আইপ্যাড অ্যাপের কোনো অফিসিয়াল রিলিজ ডেট ঘোষণা না করলেও সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া ইঙ্গিত এবং চলমান বিটা কার্যক্রম দেখে বলা যায়, আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহার করার প্রতীক্ষা পূরণ হতে আর খুব বেশি সময় বাকি নেই।