ছবি- সংগৃহীত
ক’দিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে যাওয়া ঘোষণা দিয়েছিলেন ইংলিশ তারকা বেন স্টোকস। এবার তার দেখানো পথেই হাঁটলেন আরেক ইংলিশ ব্যাটার জো রুট। আইপিএলের নতুন আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এ ইংলিশ ক্রিকেটার।
আইপিএলে নিলামের আগে এখন চলছে খেলোয়াড়দের দলবদল ও রিটেনশন। ২০২৪ সালে মাঠে গড়াতে যাচ্ছে আইপিএলের ১৭তম আসর। আর আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নিলাম। তার আগে আজকের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানাতে হবে তারা কোন কোন ক্রিকেটারকে ধরে রাখবে, কাদের ছেড়ে দিবে।
ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক জো রুট রাজস্থান রয়্যালসের হয়ে গত মৌসুমের মাঠ মাতিয়েছেন। এবারও হয়ত দলে থাকতেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষকে আগামী আসরে না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা। তিনি বলেন, রিটেনশন কথোপকথনের সময় জো রুট আমাদের জানিয়েছেন তিনি আইপিএল ২০২৪ এ অংশ নিবেন না।
তিনি আরো বলেন, খুব কম সময়ের মধ্যেই ফ্র্যাঞ্চাইজি ও তার চারপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হন রুট। দলই তার শক্তি এবং রয়্যালসে তিনি যে অভিজ্ঞতা শেয়ার করতে এসেছিলেন তা দল মিস করবে। আমরা তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং সবকিছুতে তার সাফল্য কামনা করি।
প্রসঙ্গত, ২০২৩ সালের নিলামে তাকে ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। ১৬তম আসরে তিনি মাত্র ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। এই তিন ম্যাচে তিনি তাতে মাত্র ১০ রান করেন। ২ ওভার বল করলেও পাননি কোনো উইকেট।
সূএ:ডেইলি-বাংলাদেশ