ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : আইপিএল ২০২৫-এর পর্দা উঠছে আজ শনিবার। এবারের আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার ইডেন গার্ডেন্সে।
উল্লেখযোগ্য বিষয়, আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। ১৭ বছর পর আবারও কেকেআর-আরসিবি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএল।
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি লিগের এই আসর ঘিরে ক্রিকেটার ও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। ইডেন গার্ডেন্স স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ থাকবে বলে ধারণা করা হচ্ছে। মাঠে আজিঙ্কে রাহানে-ভেঙ্কটেশ আইয়ারদের বিপক্ষে বিরাট কোহলি-রাজত পতিদারদের লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
তবে উদ্বোধনী ম্যাচে বৃষ্টির শঙ্কাও রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ বঙ্গে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বজ্রঝড় ও বৃষ্টিপাত হতে পারে। এরপরও দর্শকদের আশা, বৃষ্টি বিঘ্ন না ঘটিয়ে আজকের ম্যাচ সুষ্ঠুভাবে মাঠে গড়াবে।