ফাইল ছবি
অনলাইন ডেস্ক : অস্ত্র দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছেন তিন যুবক। এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাতিয়ান গ্রাম থেকে অস্ত্রসহ এ তিন যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) গাংনী ক্যাম্প।
আটক ব্যক্তিরা হলেন ছাতিয়ান গ্রামের তরিকুল ইসলাম (৩০), জেনারুল ইসলাম (২৫) এবং সামিউল আজাদ বাবু (৩৮)।
র্যাব-১২ মেহেরপুর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার একরামুল হক জানান, গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের রতন আলী নামে এক ব্যক্তিকে ফাঁসানোর উদ্দেশ্যে তার বাড়ির ছাগলের ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে আগ্নেয়াস্ত্র মাটির নিচে পুঁতে রাখে আসামিরা। এর পর সে র্যাব ক্যাম্পে খবর দেন। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়। তাই তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা নিজেরা অস্ত্র রেখেছে বলে স্বীকার করে। এসময় তাদের আটক করা হয় ও রতন আলীর ছাগলের ঘরের নিচ থেকে একটি দেশি অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।