ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শাহরুখ খানকে ঘিরে আবারও শোরগোল। কারণ কিং খান এবার মাঠে নামলেন ছেলে আরিয়ান খানের প্রথম প্রজেক্টের প্রচারে। নেটফ্লিক্সের সেই সিরিজ নিয়ে এবার মঞ্চে হাজির খোদ শাহরুখ। ইতোমধ্যে সিরিজ প্রিভিউ নজর কেড়েছে সবার। আরিয়ান বাবার কপিক্যাট-এর তকমাও পেয়েছে।
এবার নেটফ্লিক্সের মঞ্চে এসে বলিউড বাদশা রাজার মতোই সবার মন জয় করলেন। জানালেন তার ছেলের পরিশ্রমের কথা, শেয়ার করলেন তার বলিউডের কিছু টুকরো স্মৃতির কথা। তবে সবার আগে যা করলেন, তা হলো সবার জল্পনায় জল ঢাললেন।
কিছুদিন আগেই খবর বেরিয়েছিল যে, শাহরুখ খান অসুস্থ, দ্রুত তাকে নিয়ে যাওয়া হয়েছে বিদেশে। শুটিং সেটে চোট পেয়েছেন তিনি। এদিন মঞ্চে তার একটি হাতও ছিল বাঁধা।
শাহরুখ খান গ্র্যান্ড এন্ট্রির পরই বলেন, আমি জানি আপনাদের মনে কিছু প্রশ্ন আছে, তাই আগে আমি সেই প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি, আমার হাতে কী হয়েছে? চোট লেগে গিয়েছিল, একটা বড় অস্ত্রোপচার হয়েছে। এক-দু’মাস লেগে যাবে আমার সুস্থ হতে।
তিনি বলেন, তবে জাতীয় পুরস্কার নেওয়ার জন্যে আমার একটা হাতই যথেষ্ট। আসলে অধিকাংশ কাজই আমি এক হাতে করে থাকি। কেবল একটা ক্ষেত্রেই সময় হয়… যখন আমার একটা হাত না থাকে, আর সেটা হলো আপনাদের ভালবাসা।