ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : মোহাম্মদপুরের ৪৩ নম্বর ওয়ার্ড এলাকায় অস্ত্রসহ শান্ত (১৯) নামে এক ছিনতাইকারীকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় তার সঙ্গে থাকা অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
রবিবার রাত আনুমানিক ৯টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদী হাউজিং লিমিটেড ২ নম্বর রোড থেকে তারাবির নামাজ শেষে ওই ছিনতাইকারীকে আটক করে জনতা। ছিনতাইকারী শান্তর কাছ থেকে উদ্ধার করা হয় ধারালো চাপাতি।
স্থানীয়রা জানায়, আটককৃত ছিনতাইকারীকে সাধারণ জনগণ ধরে ফেলে এবং পরে মোহাম্মদপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর কাছে হস্তানর করা হয়।
মোহাম্মদপুর থানার এএসআই সাত্তার খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত অবস্থায় ওই ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, আটক শান্ত পেশাদার ছিনতাইকারী। তার বাসা ঢাকা উদ্যান এলাকায়। শান্তর কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।