সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ৫৩ তম বিজয় দিবস উদযাপন করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া’। গত ৮ ডিসেম্বর (রবিবার) সিডনির ব্ল্যাকটাউন হে লেবাট স্পোর্টস স্টেডিয়ামে এই আয়োজন করা হয়।
এলামনাই পরিবারের সদস্যদের লাল-সবুজ পোশাক আর বাংলাদেশের পতাকার সমাহার দেখে মনে হয়েছিল এ যেন বিদেশের মাটিতে এক খণ্ড বাংলাদেশ।
দিনের মধ্যাহ্নের পর সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ ও কার্যকরী কমিটির সদস্য জাহিদ মাহমুদ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং কর্মসূচি জানিয়ে দেন।
সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলকে আহবান জানান। পরবর্তীতে তিনি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও অনুষ্ঠানের যাবতীয় ব্যয় বহন করার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং সার্বিক সাহায্য করা জন্য সবাইকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ। সর্বশেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ।