সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ১৭ বছর পার করল ঐতিহাসিক সিনেমা ‘যোধা আকবর’। ২০০৮ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া এই সিনেমাটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এই বিশেষ উপলক্ষে, অস্কার কর্তৃপক্ষ তথা একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস মার্চ মাসে লস অ্যাঞ্জেলেসে আয়োজন করতে যাচ্ছে সিনেমাটির বিশেষ প্রদর্শনী।
অস্কারের এই উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করে নির্মাতা আশুতোষ গোয়ারিকর বলেন, “সিনেমাটির জন্য দর্শকদের ভালোবাসা আমাকে আজও অনুপ্রাণিত করে। মুক্তির সময় থেকে শুরু করে আজকের এই অস্কারের বিশেষ প্রদর্শনী—এই পথচলা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এটি শুধু সিনেমার নয়, আমাদের সমৃদ্ধ সংস্কৃতিরও উদযাপন।
ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত ‘যোধা আকবর’-এ মুঘল সম্রাট আকবর ও রাজপুত রাজকন্যা যোধা বাইয়ের প্রেমের মহাকাব্যিক গল্প তুলে ধরা হয়েছে। এতে হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় দর্শকদের মুগ্ধ করে। আশুতোষ গোয়ারিকরের অনন্য গল্প বলার ধরন, তাদের অন-স্ক্রিন রসায়নের সঙ্গে মিলে ‘যোধা আকবর’-কে দিয়েছে অবিস্মরণীয় এক সিনেম্যাটিক অবস্থান।
এর আগে, অ্যাকাডেমির বিখ্যাত পোশাক ডিজাইনার নীতা লুল্লার ‘কালার ইন মোশন’ প্রদর্শনীতে, ঐশ্বরিয়া রাইয়ের ‘যোধা আকবর’-এ পরা জমকালো বিয়ের লেহেঙ্গা প্রদর্শন করা হয়েছিল। সিনেমাটির চমৎকার সিনেমাটোগ্রাফি, রাজকীয় পোশাক, এবং মনোমুগ্ধকর সংগীত দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
প্রায় ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘যোধা আকবর’ বিশ্বব্যাপী প্রায় ১২০ কোটি রুপি আয় করে। মুক্তির পর এটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং কালজয়ী সিনেমার মর্যাদা লাভ করে।