আদনান সহিদ:অব্যক্ত পংক্তি
বিস্ফোরিত মৌনতায় ধারণ করে চলেছি
অসহ্য যত স্বাভাবিকতা।
ঘুম-চোর
সুনীরবে—
গন্ধহীন প্যাঁচা রাত কেটে যায়
বালিশ-কাঁথার অপেক্ষা রয়ে যায়
ফর্সা আলো শাটারবিহীন চোখে ফেলে যায়—
সদ্য প্রসূত কিচিরমিচির ভোর,
আমার ভাবলেশহীন মুখ তদন্তে নেমে যায়
চিন্তার চোরাকারবারিকে ঠিক ঠিক চিনে নিয়ে যায়
জামিন অযোগ্য পদ্য এককথায় বলে যায়—
আমিই আমার ঘুম-চোর!
মুখোশের অন্তরালে
অথচ দেখো কিভাবে আমরা
মুখোশের অন্তরাল থেকে
ক্ষুদ্র সংক্রমণ ছেঁকে বেরিয়ে
সঙ্গনিরোধী মৃতের ক্যামোফ্লেজে
জানান দিই—
বেঁচে আছি!
বেঁচে আছি!
সূএ:বার্তা২৪.কম
Facebook Comments Box