সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) অন্যতম আকর্ষণীয় আয়োজন অল স্টার ম্যাচ থেকে বাদ পড়েছেন লিওনেল মেসি ও তার ইন্টার মায়ামি সতীর্থ জর্দি আলবা। মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে অল স্টার ম্যাচে এই দুই অভিজ্ঞ ফুটবলারকে দেখা যাবে না।
মেজর লিগের প্রাথমিক অল স্টার স্কোয়াডে ইন্টার মায়ামি থেকে জায়গা পেয়েছিলেন কেবল মেসি ও আলবা। তবে শেষ মুহূর্তে তারা নাম প্রত্যাহার করে নিয়েছেন।
মেসি অল স্টার ম্যাচে না খেলায় শাস্তির মুখে পড়তে পারেন। এমএলএসের নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার চোটে না পড়েও অল স্টার ম্যাচে অংশ না নিলে পরবর্তী একটি লিগ ম্যাচে তাকে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। এখন পর্যন্ত মেসির কোনো চোটের কথা ক্লাব বা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি। ফলে আগামী শনিবার এফসি সিনসিনাটির বিপক্ষে ম্যাচে মেসিকে নিষিদ্ধ হতে হতে পারে।
চলতি মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের একজন মেসি। অল স্টার ম্যাচে তার না থাকা যেমন ভক্তদের হতাশ করেছে, তেমনি আসন্ন ম্যাচে নিষেধাজ্ঞা দলকেও চাপের মুখে ফেলতে পারে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে শুরু হবে এমএলএস অল স্টার বনাম লিগা এমএক্স অল স্টারদের মধ্যকার বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।