অলিম্পিক গেমসে ক্রিকেট বাংলাদেশ-পাকিস্তানসহ কপাল পুড়তে পারে যেসব দেশের

সংগৃহীত ছবি

 

স্পোর্টস ডেস্ক  : বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস দিয়ে ইভেন্টটির প্রত্যাবর্তন হতে যাচ্ছে। যদিও সেখানে প্রতিযোগী ৬ দল কীভাবে বাছাই করা হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তবে আলোচনা উঠেছে বিভিন্ন মহাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগী দলগুলো। এমনটা ঘটলে কপাল পুড়তে পারে বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, অলিম্পিক কমিটির পছন্দ অনুসারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আঞ্চলিক বাছাই পদ্ধতি গ্রহণ করেছে। ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ছেলেদের ক্রিকেটে নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড)। একই সিদ্ধান্তে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। কারণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া সরাসরি জায়গা পাবে।

 

অলিম্পিক কমিটির লক্ষ্য– আঞ্চলিক বাছাইকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে যেন ক্রিকেট ইভেন্টটি সত্যিকার অর্থেই বৈশ্বিক প্রতিনিধিত্ব পায়। অলিম্পিকে যেহেতু স্রেফ ৬ দলের (নারী-পুরুষ আলাদা) টি-টোয়েন্টি প্রতিযোগিতা রাখা হয়েছে, তাই বাছাই প্রক্রিয়াটি নিয়ে শুরু থেকেই জটিলতা ছিল। যেখানে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা পেতে পারে। অথচ ১২৮ বছর পর অলিম্পিকে ফেরার সুযোগ হারাতে পারে আইসিসির বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ।

চলতি মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অলিম্পিকের জন্য আঞ্চলিক বাছাই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী– এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার সর্বোচ্চ র‍্যাঙ্কপ্রাপ্ত দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রতিনিধিত্ব করবে আমেরিকান অঞ্চলকে। ফলে প্রতিযোগিতায় অংশ নিতে চাওয়া ক্যারিবীয় দ্বীপগুলোর জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। আইসিসির র‍্যাঙ্কিং অনুসারে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড) সরাসরি জায়গা পাবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র (র‌্যাঙ্কিংয়ে ১৭তম)। আরেকটি দলের বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি।

 

গার্ডিয়ানের তথ্যমতে– যদি আইসিসির ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের দায়িত্বরতা পদত্যাগ না করেন ও কর্তৃত্বের সমস্যা সমাধান না হয়, তাহলে কোনো ক্যারিবীয় দেশ যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারে। মহাদেশীয় বাছাইয়ের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। যা নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড অসন্তুষ্ট হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ, তবে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ওশেনিয়া থেকে বাছাইয়ে উত্তীর্ণ হলে তারা বাদ পড়বে। ভারতের অবস্থান শীর্ষে, এশিয়ান বাকি দলের মধ্যে সাতে শ্রীলঙ্কা, পাকিস্তান আট, আফগানিস্তান নয় ও বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে।

 

এদিকে, অলিম্পিকে ক্রিকেটীয় দেশগুলোর বাছাই নিয়ে জানতে গার্ডিয়ান যোগাযোগ করেছিল আইসিসির সঙ্গে। তবে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া নারীদের অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের বাছাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বারা নির্ধারিত হবে। অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ ১৯০০ সালে অন্তর্ভুক্ত ছিল, যেখানে গ্রেট ব্রিটেন পুরুষদের একমাত্র ম্যাচে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অলিম্পিক গেমসে ক্রিকেট বাংলাদেশ-পাকিস্তানসহ কপাল পুড়তে পারে যেসব দেশের

সংগৃহীত ছবি

 

স্পোর্টস ডেস্ক  : বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস দিয়ে ইভেন্টটির প্রত্যাবর্তন হতে যাচ্ছে। যদিও সেখানে প্রতিযোগী ৬ দল কীভাবে বাছাই করা হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তবে আলোচনা উঠেছে বিভিন্ন মহাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগী দলগুলো। এমনটা ঘটলে কপাল পুড়তে পারে বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, অলিম্পিক কমিটির পছন্দ অনুসারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আঞ্চলিক বাছাই পদ্ধতি গ্রহণ করেছে। ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ছেলেদের ক্রিকেটে নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড)। একই সিদ্ধান্তে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। কারণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া সরাসরি জায়গা পাবে।

 

অলিম্পিক কমিটির লক্ষ্য– আঞ্চলিক বাছাইকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে যেন ক্রিকেট ইভেন্টটি সত্যিকার অর্থেই বৈশ্বিক প্রতিনিধিত্ব পায়। অলিম্পিকে যেহেতু স্রেফ ৬ দলের (নারী-পুরুষ আলাদা) টি-টোয়েন্টি প্রতিযোগিতা রাখা হয়েছে, তাই বাছাই প্রক্রিয়াটি নিয়ে শুরু থেকেই জটিলতা ছিল। যেখানে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা পেতে পারে। অথচ ১২৮ বছর পর অলিম্পিকে ফেরার সুযোগ হারাতে পারে আইসিসির বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ।

চলতি মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অলিম্পিকের জন্য আঞ্চলিক বাছাই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী– এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার সর্বোচ্চ র‍্যাঙ্কপ্রাপ্ত দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রতিনিধিত্ব করবে আমেরিকান অঞ্চলকে। ফলে প্রতিযোগিতায় অংশ নিতে চাওয়া ক্যারিবীয় দ্বীপগুলোর জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। আইসিসির র‍্যাঙ্কিং অনুসারে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড) সরাসরি জায়গা পাবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র (র‌্যাঙ্কিংয়ে ১৭তম)। আরেকটি দলের বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি।

 

গার্ডিয়ানের তথ্যমতে– যদি আইসিসির ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের দায়িত্বরতা পদত্যাগ না করেন ও কর্তৃত্বের সমস্যা সমাধান না হয়, তাহলে কোনো ক্যারিবীয় দেশ যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারে। মহাদেশীয় বাছাইয়ের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। যা নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড অসন্তুষ্ট হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ, তবে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ওশেনিয়া থেকে বাছাইয়ে উত্তীর্ণ হলে তারা বাদ পড়বে। ভারতের অবস্থান শীর্ষে, এশিয়ান বাকি দলের মধ্যে সাতে শ্রীলঙ্কা, পাকিস্তান আট, আফগানিস্তান নয় ও বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে।

 

এদিকে, অলিম্পিকে ক্রিকেটীয় দেশগুলোর বাছাই নিয়ে জানতে গার্ডিয়ান যোগাযোগ করেছিল আইসিসির সঙ্গে। তবে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া নারীদের অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের বাছাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বারা নির্ধারিত হবে। অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ ১৯০০ সালে অন্তর্ভুক্ত ছিল, যেখানে গ্রেট ব্রিটেন পুরুষদের একমাত্র ম্যাচে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com