ফাইল ছবি
অনলাইন ডেস্ক : সারাদেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৬০২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার দিনগত রাত ১২টা থেকে রোববার দিনগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। ৮৮২ জনকে গ্রেফতারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এছাড়া ৭২০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।
এছাড়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় শাটারগান, একটি পাইপগান, পাঁচটি শটগানের কার্তুজ, দুটি ককটেল, একটি এলজি এবং কাঠের বাটযুক্ত ছোরা একটি উদ্ধার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করে।