ফাইল ছবি
অনলাইন ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে এক হাজার ৭৮৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৩৭৩ জন।
আজ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছে।
তিনি জানান, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৭৮৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রয়েছে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৩৭৩ জন। এছাড়া অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৪১৪ জন।
অভিযানে উদ্ধার করা হয় পিস্তল,পাইপগান ও গুলিসহ অন্যান্য অপরাধের কাজে ব্যবহৃত সরঞ্জাম।