ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : ফরিদপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ ডাবল ব্যারেল বন্দুকসহ মাহফুজুর রহমান সবুজ (৩৯) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের আলিপুর মহল্লার মাহফুজুর রহমান সবুজের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সবুজ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে সংরক্ষণ করে রেখেছিলেন। উদ্ধার করা অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা সংশ্লিষ্ট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ফরিদপুর কোতোয়াল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।
অন্যদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে।