সংগৃহীত ছবি
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় অভিযান চালিয়ে একজন ভারতীয় নারীসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষীদাঁড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, সন্ধ্যায় সাতক্ষীরার লক্ষীদাঁড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ভোমরা বিওপির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থানার পানিতর গ্রামের উত্তম মল্লিকের কন্যা শ্রীমতি কল্যাণী সরকার (২৫) ও সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের সোনাখালী গ্রামের অন্নদা মন্ডলের সন্তান তরুণ কান্তি মন্ডলকে (৩২) আটক করে।
বিজিবি’র জিজ্ঞাসাবাদে আটককৃতরা যানায় যে, বাংলাদেশী নাগরিক তরুণ কান্তি মন্ডলকে ভারতে চাকরি দেওয়ার উদ্দেশ্যে তাকে নিয়ে ভারতীয় নাগরিক পাচারকারী শ্রীমতি কল্যাণী সরকারের সহায়তায় অবৈধভাবে ভারতে যাচ্ছিল। এ সময় সীমান্তের মেইন পিলার ৪ এর নিকট হতে তাদেরকে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি আটক করে। আটককৃত ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লীাশী করে একটি ভারতীয় আধার কার্ড ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। পরে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার অপরাধে ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে।