ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় এক ভারতীয় মহিলা নাগরিক ও ২৫ বাংলাদেশি নারী-শিশুসহ ২৬ জনকে আটক করা হয়েছে।
আজ দুপুরে ও বিকালে তাদেরকে আটক হয়েছে বলে ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামের আব্দুর রহিমের ভুট্টা ক্ষেতের মধ্য হতে নিয়মিত টহল পরিচালনা করে ২৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। অপরদিকে সীমান্ত পিলার-৬০/৪৫-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেপা ইউনিয়নের কুমিল্লাপাড়া গ্রামের তামাক ক্ষেতের মধ্য থেকে ভারতীয় মহিলা নাগরিককে আটক করে। আটকদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন নারী,৪ জন শিশু ও এক ভারতীয় মহিলা নাগরিক রয়েছে। তাদের বাড়ি নড়াইল, খুলনা, ঢাকা, মাগুরা ও যশোর জেলার বাসিন্দা এবং আটককৃত মহিলা নদীয়া জেলার উত্তর চব্বিশ পরগনার টেংরা করোনীর বাসিন্দা।