সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আষাঢ়ের অবিরাম বৃষ্টিতে বির্পযস্ত হয়ে পড়েছে ঝিনাইদহের জনজীবন। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে জেলা শহর থেকে শুরু করে গ্রামীণ জনপদ জলাবদ্ধতায় ডুবে গেছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষেরা।
শহরের বেশকিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আজ সকাল থেকে শহরের সদর হাসপাতাল, বাঘা যতীন সড়ক, পোস্ট অফিস মোড়সহ বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। ফলে রিকশা, ইজিবাইক ও ছোট যানবাহন চলাচল করতে পারছে না। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসমুখী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে।
একই চিত্র জেলার বিভিন্ন উপজেলা, বিশেষ করে কালীগঞ্জ, মহেশপুর, কোটচাঁদপুর, হরিনাকুন্ডু ও শৈলকুপার গ্রামীণ এলাকায়। বৃষ্টির কারণে খেত-খামারে পানি জমে গেছে, ফলে কৃষকেরা শঙ্কায় পড়েছেন আগাম রোপণকৃত আমন ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে।
মতিয়ার রহমান নামের এক ইজিবাইক চালক বলেন, ‘কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কোনো যাত্রী পাচ্ছি না। আমরা খুবই কষ্টের মধ্যে আছি।
ঝিনাইদহ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কামাল হোসেন বলেন, ‘জলাবদ্ধতার সমস্যা সমাধানে পরিকল্পনা থাকলেও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যাচ্ছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
এদিকে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।