অবশেষে প্রকাশ্যে প্রিয়াঙ্কার মেয়ের ছবি

বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। গাঁটছড়া বেঁধেছেন মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে। এই তারকা দম্পতি বাবা-মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। তাদের একমাত্র মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। সম্প্রতি জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিয়াঙ্কা-নিক। তাদের সঙ্গে ছিল একমাত্র কন্যা। 

 

এই অনুষ্ঠানে কফি রঙের আউটফিটে ছিলেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতীকে নিয়ে দর্শক সারির প্রথম দিকেই ছিলেন তারা। অভিনেত্রীর মেয়ের পরনে ছিল ক্রিম রঙের সোয়েটার, মাথায় হেয়ার ব্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন দেশী গার্ল। যেখানে মালতীর মুখ স্পষ্ট বুঝা যাচ্ছে। ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘তোমায় নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা! শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে’।

 

ভালবাসা প্রকাশ করতে ভুলে যাননি নিকও। এই তারকা তার স্ত্রীকে উদ্দেশ্য করে স্টেজ থেকে বলেন, ‘আমার সুন্দরী স্ত্রী, তুমি কখনও অশান্ত আবার কখনও শান্ত। ঝড়ের মধ্যে পাথর এবং তোমাকে বিয়ে করে আমি সুখী। সর্বশ্রেষ্ঠ উপহার। তোমার পাশে থেকে বাবা-মা হিসেবে দায়িত্ব পালন করতে ভালোবাসি’।

মেয়ে মালতীকে উদ্দেশ্য করে হাত নেড়ে নিক বলেন, ‘মালতী মেরি, এদিকে দেখ, ১৫ বছর পর এই একই স্থানে ফিরে আসতে চাই। তোমার বন্ধুদের সামনে তোমাকে বিব্রত করার জন্য অপেক্ষায় রইলাম।

 

নেটিজেনরা প্রথমবার নিয়াঙ্কার কন্যাকে দেখে কমেন্ট বক্সে ভালোবাসা জানাচ্ছেন। তাদের অনেকেই লিখছেন খুব মিষ্টি দেখতে মালতীকে, কেউ লিখছেন মালতী যেন নিকের মুখ বসানো। কারো মন্তব্য, ‘ওএমজি আপনার মেয়ে আপনার স্বামীর ডিএনএ! এক নেটিজেন লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরো তো ওর বাবার মতো দেখতে।

 

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল একরত্তি। মালতীর জন্মের ১০০ দিন পর তাকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা। এরপরই মালতীকে নিয়ে প্রতিটা মুহূর্তে উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা। মেয়ের ছয় মাস পূর্ণ হতেই নতুন বাবা-মা’র জীবনের ঝলকও ভাগ করেছেন ভক্তদের সঙ্গে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অবশেষে প্রকাশ্যে প্রিয়াঙ্কার মেয়ের ছবি

বলিউডের দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। গাঁটছড়া বেঁধেছেন মার্কিন পপ তারকা নিক জোনাসের সঙ্গে। এই তারকা দম্পতি বাবা-মা হয়েছেন সারোগেসির মাধ্যমে। তাদের একমাত্র মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। সম্প্রতি জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিয়াঙ্কা-নিক। তাদের সঙ্গে ছিল একমাত্র কন্যা। 

 

এই অনুষ্ঠানে কফি রঙের আউটফিটে ছিলেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতীকে নিয়ে দর্শক সারির প্রথম দিকেই ছিলেন তারা। অভিনেত্রীর মেয়ের পরনে ছিল ক্রিম রঙের সোয়েটার, মাথায় হেয়ার ব্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন দেশী গার্ল। যেখানে মালতীর মুখ স্পষ্ট বুঝা যাচ্ছে। ছবিগুলি শেয়ার করে প্রিয়াঙ্কা লেখেন, ‘তোমায় নিয়ে খুব গর্বিত আমার ভালোবাসা! শুভেচ্ছা জোনাস ব্রাদার্সকে’।

 

ভালবাসা প্রকাশ করতে ভুলে যাননি নিকও। এই তারকা তার স্ত্রীকে উদ্দেশ্য করে স্টেজ থেকে বলেন, ‘আমার সুন্দরী স্ত্রী, তুমি কখনও অশান্ত আবার কখনও শান্ত। ঝড়ের মধ্যে পাথর এবং তোমাকে বিয়ে করে আমি সুখী। সর্বশ্রেষ্ঠ উপহার। তোমার পাশে থেকে বাবা-মা হিসেবে দায়িত্ব পালন করতে ভালোবাসি’।

মেয়ে মালতীকে উদ্দেশ্য করে হাত নেড়ে নিক বলেন, ‘মালতী মেরি, এদিকে দেখ, ১৫ বছর পর এই একই স্থানে ফিরে আসতে চাই। তোমার বন্ধুদের সামনে তোমাকে বিব্রত করার জন্য অপেক্ষায় রইলাম।

 

নেটিজেনরা প্রথমবার নিয়াঙ্কার কন্যাকে দেখে কমেন্ট বক্সে ভালোবাসা জানাচ্ছেন। তাদের অনেকেই লিখছেন খুব মিষ্টি দেখতে মালতীকে, কেউ লিখছেন মালতী যেন নিকের মুখ বসানো। কারো মন্তব্য, ‘ওএমজি আপনার মেয়ে আপনার স্বামীর ডিএনএ! এক নেটিজেন লিখেছেন, ‘অবশেষে দেখতে পেলাম। পুরো তো ওর বাবার মতো দেখতে।

 

২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানে সাত পাকে বাঁধা পড়েন নিক-প্রিয়াঙ্কা। ২০২২ সালের ১৫ জানুয়ারি নিক-প্রিয়াঙ্কার কোল আলো করে আসে তাদের কন্যা সন্তান মালতী মেরি চোপড়া জোনাস। জন্মের পর প্রায় তিন মাস এনআইসিইউ-তে ছিল একরত্তি। মালতীর জন্মের ১০০ দিন পর তাকে বাড়ি নিয়ে আসেন নিয়াঙ্কা। এরপরই মালতীকে নিয়ে প্রতিটা মুহূর্তে উদযাপন করেছেন নিক-প্রিয়াঙ্কা। মেয়ের ছয় মাস পূর্ণ হতেই নতুন বাবা-মা’র জীবনের ঝলকও ভাগ করেছেন ভক্তদের সঙ্গে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com