ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : মনের ভুলে বা কাজের চাপে নিজের জিমেইল অ্যাকাউন্টে আসা অপ্রয়োজনীয় ই-মেইলগুলো মুছে ফেলা আর হয়ে ওঠে না অনেকের। ইনবক্স ভরে যায় অপ্রয়োজনীয় ই-মেইলে। অপ্রয়োজনীয় ই-মেইল বেশি থাকলে দরকারের সময় গুরুত্বপূর্ণ ই-মেইল খুঁজে পেতে বেশ ঝামেলা হয়।
অসংখ্য মেইলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেইল ডিলিট করা সময়সাপেক্ষ। প্রযুক্তিবিদেরা বলছেন, ডিলিট করা ছাড়া অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে। জেনে নিন কীভাবে তা করতে হয়-
১। মোবাইল ফোন বা কম্পিউটার থেকে মেইল খুলুন।
২। বিজ্ঞাপন বা প্রচারমূলক সংস্থা থেকে আসা মেইল বন্ধ করার জন্য প্রথমে তা ‘আনসাবস্ক্রাইব’ করতে হবে।
৩। তার জন্য নির্দিষ্ট সংস্থা থেকে আসা যে কোনো একটি মেইল খুলে নিন।
৪। এই পাতার একেবারে ডান দিকে দেখুন তিনটি ‘ডট’ বা বিন্দুচিহ্ন।
৫। সেখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন-যুক্ত দীর্ঘ একটি তালিকা বেরিয়ে পড়বে।
৬। তারপর সেখান থেকে ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মেইল আসা বন্ধ হবে সহজেই।