এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:অপারেশন ডেভিল হান্টে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান হাওলাদার এবং উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করেছে পুলিশ। বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে খাউলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে চেয়ারম্যান ও উপজেলা সদরের নিজবাড়ি থেকে আব্দুল হালিম জোমাদ্দারকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান।
এ ছাড়াও খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী আব্দুল গফফার কাজী এবং মোরেলগঞ্জ উপজেলা কৃষক লীগের সাবেক সেক্রেটারি আলাউদ্দিন লাভলু দফাদারকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়ক ইন্সপেক্টর কাজী শাহিদুজ্জামান জানান, সোমবার দিবাগত রাত থেকে বিশেষ অভিযানে বাগেরহাটের ৯ থানা থেকে ১২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে বাগেরহাট মডেল থানা থেকে ২, ফকিরার থানা থেকে ২, মোল্লাহাট থেকে ১, কচুয়া থানা থেক ২ জন, মোড়েলগঞ্জ থানা থেকে ৩ এবং মোংলা থানা থেকে ২ জনকে আটক করা হয়।
মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ নেতা মাস্টার সাইদুর রহমান ও কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল হালিম জোমাদ্দারসহ ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ছাড়াও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা এ কর্মকর্তা।