ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অপহৃত শিক্ষার্থী আল রাফি (১১) কে অভিযান চালিয়ে উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় দুই অপহরণকারীকে আটক করা হয়েছে।
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার দেলোয়ার হোসেন চৌধুরী রবিবার রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে শিক্ষার্থী আল রাফিকে অপহরণ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আল রাফিকে উদ্ধার করা হয়। এসময় জড়িত বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার থেকে আরেক অভিযুক্ত কামরুল ইসলামকে আটক করা হয়। রাত ১০টার দিকে গ্রেফতার দুজনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। তবে মূল অভিযুক্ত মালেক মিয়া (মালু) এখনও পলাতক। তাকে গ্রেফতারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— বাদশা মিয়া (২৮), খাগড়াছড়ি জেলা সদরের আব্দুল রহিমের ছেলে, এবং কামরুল হাসান (২৩), পানছড়ির হানিফ হোসেনের ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা জানান, “দুই অপহরণকারীকে থানার হেফাজতে নেয়া হয়েছে। আটককৃতদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।”