ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : রাজশাহী গোদাগাড়ীতে এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে র্যাব। একইসাথে অপহরণের শিকার ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার দক্ষিণখান থানার আশকোনা তালুকদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও উদ্ধার করা হয়।
আজ সকালে র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক এসব তথ্য জানিয়েছেন।
গ্রেফতার আসামিরা হলেন— রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আমতলা এলাকার মৃত আলেকের ছেলে মো. তাজু শেখ (৬৫) ও তার ছেলে মো. হামিম (২২)।
র্যাব জানায়, গত ১৭ আগস্ট গোদাগাড়ীর চর নওশেরা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়। সে স্কুলে যাওয়ার পথে তাকে নানাভাবে বিয়ের প্রলোভনসহ কু-প্রস্তাব দিতেন এবং পথে-ঘাটে উত্যক্ত করতেন মো. হামিম নামে এক যুবক। তাকে নিষেধ করার পরও না শুনে ক্ষতি করার চেষ্টা করেন তিনি। সবশেষ ১৭ আগস্ট গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউয়িনের চায়পাড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাতনামা স্থানে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে গোদাগাড়ী থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অপহরণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার ও নিখোঁজ ছাত্রীকে উদ্ধারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাবও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল রাজেক বলেন, অভিযান চালিয়ে স্কুলপড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে আইনগত ব্যবস্থা।