ফাইল ফটো
নওগাঁর ধামইরহাট থেকে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৫।
রোববার রাত ৯টায় উপজেলার আমাইতারা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ সকালে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার শেখ সাদিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন— ধামইরহাট উপজেলার রসপুর কুর্সামারী গ্রামের আবু বক্কর ছিদ্দিক এর ছেলে নাঈম হাসান (২৩) এবং তার বাবা আবু বক্কর ছিদ্দিক (৫০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাতব্বরের চর গ্রামের সুমন মিয়া পরিবারসহ ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। তার মেয়ে স্মৃতি আক্তার (১৬) গত ১০ নভেম্বর দুপুর আড়াইটার দিকে বাসা থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হয়। এক পর্যায়ে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারেন, ওইদিন বিকেল ৩টার বাসার পাশে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা নাঈম হাসান ভিকটিম স্মৃতি আক্তারকে ফুসলিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার ১৬ দিন পর খিলগাও থানায় ভিকটিমের বাবা সুমন মিয়া একটি অপহরণের মামলা দায়ের করেন। মামলা পর তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও অপহরণকারীর অবস্থান জানার পর গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।