সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকার পাঁচ বছর থাকবে না কত বছর থাকবে এটা তাদের বিষয়, এর সঙ্গে এনসিপির কোনো সংশ্লিষ্টতা নেই— বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আখতার হোসেন বলেন, আমরা চাই, সরকার যৌক্তিক সময়ে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন দিয়ে বিদায় নেবে। এ ক্ষেত্রে তাদের সদিচ্ছা প্রয়োজন।
তিনি বলেন, মানবিক করিডরসহ সব বিষয়ে সব রাজনৈতিক দল ও জনগণের মতামত নিতে হবে। আমরা মনে হয় করিডর নয়, ত্রান আদান-প্রদান করতে পারে। সেটাও আলোচনা করে করতে হবে।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন– এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা।