সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মৃতিচারণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেক সাংবাদিক নিজেদের আখের গোছানোর জন্য দালালি করেন। কথাটা বলা ভালো হচ্ছে না তারপরও বলতে হচ্ছে। বাড়িঘর প্লট সবকিছু জোগাড় করে। মাহফুজ উল্লাহর কিছুই ছিল না। তার চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদের নিকট এবং অন্যান্য মানুষের কাছে হাত পাততে হয়েছে।
তিনি বলেন, মাহফুজ উল্লাহ অত্যন্ত প্রগতিশীল মানুষ ছিলেন। কালোকে কালো এবং সাদাকে সাদা বলতে দ্বিধা করতেন না। তর্ক বক্তব্যে তিনি সাবলীলভাবে উপস্থাপন করতেন। সক্ষমতা যা ছিল এতে নিঃসন্দেহে প্রতিপক্ষ পরাজিত হতেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লাহর মরণোত্তর একুশে পদক প্রাপ্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের অনেক বয়স হয়েছে। নবীন প্রবীণ যারা রয়েছেন তারা দেশকে নিয়ে অনেক চিন্তা করেছেন। সে চিন্তার মধ্যে আমার কাছে মনে হয় সেই কথাটা সকলের মনে রাখা দরকার মাহফুজ উল্লাহর যে কন্টিভিশন অথবা তারও আগে এ দেশকে সুন্দর করার জন্য যাদের অবদান, সেই অবদানকে যেন আমরা ভুলে না যাই।
মির্জা ফখরুল বলেন, অনেক সাংবাদিক নিজেদের আখের গোছানোর জন্য দালালি করে। কথাটা বলা ভালো হচ্ছে না তারপরও বলতে হচ্ছে। বাড়িঘর প্লট সবকিছু জোগাড় করে। মাহফুজ উল্লাহর কিছুই ছিল না। তার চিকিৎসার জন্য তার পরিবারকে তার বন্ধুদের নিকট এবং অন্যান্য মানুষের কাছে হাত পাততে হয়েছে।
মির্জা ফখরুল বলেন, মাহফুজ উল্লাহর কথা মনে হলে অনেক কষ্ট হয় বিশেষ করে তার কাছে আমি অত্যন্ত ঋণী। সব সময় তিনি আমার সাথে যোগাযোগ রাখতেন আমার ভুলটাকে দেখিয়ে দিতেন, কীভাবে কাজ করতে হবে সেটা বলে দিতেন। এমন পরামর্শ পাওয়ার মতো আমার আর লোক নেই।
বিএনপি মহাসচিব আরও বলেন, মাহফুজ উল্লাহকে হারানো আমাদের জন্য বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। খুশি হয়েছি তাকে অন্তত মরণোত্তর একটি পদক দেওয়া হলো। তার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করি।