অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭

[ঢাকা, ১৪ আগস্ট ২০২৫] দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার প্যাড এক্স৭ উন্মোচন করেছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। কমপ্যাক্ট ট্যাবলেট সেগমেন্টে ব্যবহারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে এ ট্যাবলেট। অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি আজ ১৪ আগস্ট থেকে দেশের সকল অনার ব্র্যান্ড শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ও পিকাবু -তে পাওয়া যাবে। ট্যাবটির বাজারমূল্য ১২,৯৯৯ টাকা। প্রতিটি ট্যাবের থাকছে একটি আকর্ষণীয় লেদার ব্যাক কভার।

নিখুঁত ও পরিকল্পিত ডিজাইনে অনারের সক্ষমতার প্রমাণ ‘পকেট-সাইজড জায়ান্ট’ নামে পরিচিত পাওয়া এই অনার প্যাড এক্স৭। ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যবহার ও শক্তিশালী পারফরমেন্স। এর ৭০২০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি টানা ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে এবং এর ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের কারণে ডিভাইসটি চার্জও হবে অনেক দ্রুত। ফলে, ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ডিভাইসটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এর ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধার ফলে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

কাজ ও বিনোদন উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের ভিজুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য প্যাড এক্স৭ -এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। ট্যাবটির ডিসপ্লে নেটফ্লিক্স এইচডি সার্টিফায়েড এবং ডিসপ্লেটি ১ কোটি ৬৭ লাখ রঙের কালার প্যালেটের উজ্জ্বল ভিজ্যুয়াল উপস্থাপন করতে সক্ষম। ব্যবহারকারীদের চোখের চাপ কমাতে এবং আরামদায়ক ভিউয়িং অভিজ্ঞতা দিতে এতে রয়েছে একাধিক বিল্ট-ইন ফিচার। ডিভাইসটির ওজন মাত্র ৩৬৫ গ্রাম হওয়ায় একে এক হাতেই সহজে ধরা যায়।
দ্রুত ও কার্যকর পারফরমেন্স নিশ্চিতে প্যাড এক্স৭ -এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং উন্নত ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ কোর চিপসেট। টেকসই হওয়ার দিক থেকেও এটি পরীক্ষিত; ডিভাইসটি ৪২টি কঠোর নির্ভরযোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডিভাইসটিতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও কনটেন্ট তৈরিতে স্পষ্টতা ও নির্ভরযোগ্যতা প্রদান করে।

পাওয়ার, পোর্টেবিলিটি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি অনার প্যাড এক্স৭ হতে চলছে পেশাজীবী, শিক্ষার্থী এবং বিনোদনপ্রেমী, সকলের জন্য নির্ভরযোগ্য সঙ্গী।

ট্যাবলেটটির উন্মোচন নিয়ে অনারের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের নতুন অনার প্যাড এক্স৭ স্মার্ট ডিভাইসটি ব্যবহারকারী, বিশেষ করে শিক্ষার্থীদের, মাল্টিটাস্কিং থেকে শুরু করে প্রাণবন্ত ডিসপ্লে কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সব প্রয়োজন পূরণ করবে। ডিভাইসটি ব্যবহারবান্ধব, স্লিম ও সহজে ব্যবহারযোগ্য। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরমেন্স। আর এসব কিছুই থাকছে প্রতিযোগিতামূলক মূল্যে।”

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মালয়েশিয়ার স্থানীয় শ্রমিকদের মতো সুবিধা পাবেন বাংলাদেশিরা

» ঐকমত্য কমিশনের অগ্রগতি প্রধান উপদেষ্টাকে জানালেন আলী রীয়াজ

» আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

» শুক্রবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» ৬০ কোটি টাকার ‘অবৈধ সম্পদ’, জয়ের বিরুদ্ধে দুদকের মামলা

» শিবিরের প্যানেলে নারীসহ সব ধর্মের শিক্ষার্থী থাকবে: শিবির সভাপতি

» ঢাবির বিভিন্ন সংগঠনে শিবিরের গুপ্ত কর্মীরা যুক্ত: নাছির উদ্দীন নাছির

» প্রিজন সেলে চিকিৎসার অবহেলায় মারা যান আল্লামা সাঈদী: জামায়াত আমির

» এনসিপিতেই যাচ্ছি বিষয়টা এমন না, আমি পদত্যাগ করলে নানান বিষয়ে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেবো: আসিফ মাহমুদ

» পিকাবুর মোবাইলফেস্টে রিয়েলমি স্মার্টফোন এখন অবিশ্বাস্য মূল্যে

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনার নিয়ে এল বিশাল ব্যাটারি আর প্রিমিয়াম ফিচারের ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭

[ঢাকা, ১৪ আগস্ট ২০২৫] দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে অনার প্যাড এক্স৭ উন্মোচন করেছে বৈশ্বিকভাবে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার। কমপ্যাক্ট ট্যাবলেট সেগমেন্টে ব্যবহারীদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে এ ট্যাবলেট। অ্যান্ড্রয়েড ট্যাবলেটটি আজ ১৪ আগস্ট থেকে দেশের সকল অনার ব্র্যান্ড শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ ও পিকাবু -তে পাওয়া যাবে। ট্যাবটির বাজারমূল্য ১২,৯৯৯ টাকা। প্রতিটি ট্যাবের থাকছে একটি আকর্ষণীয় লেদার ব্যাক কভার।

নিখুঁত ও পরিকল্পিত ডিজাইনে অনারের সক্ষমতার প্রমাণ ‘পকেট-সাইজড জায়ান্ট’ নামে পরিচিত পাওয়া এই অনার প্যাড এক্স৭। ডিভাইসটি ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে দীর্ঘস্থায়ী ব্যবহার ও শক্তিশালী পারফরমেন্স। এর ৭০২০ মিলিআম্পিয়ার-আওয়ার ব্যাটারি টানা ৫৬ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে এবং এর ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের কারণে ডিভাইসটি চার্জও হবে অনেক দ্রুত। ফলে, ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে ডিভাইসটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন। এছাড়াও, এর ১০ ওয়াট রিভার্স চার্জিং সুবিধার ফলে এটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে।

কাজ ও বিনোদন উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীদের ভিজুয়াল অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য প্যাড এক্স৭ -এ রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৮.৭ ইঞ্চি ডিসপ্লে। ট্যাবটির ডিসপ্লে নেটফ্লিক্স এইচডি সার্টিফায়েড এবং ডিসপ্লেটি ১ কোটি ৬৭ লাখ রঙের কালার প্যালেটের উজ্জ্বল ভিজ্যুয়াল উপস্থাপন করতে সক্ষম। ব্যবহারকারীদের চোখের চাপ কমাতে এবং আরামদায়ক ভিউয়িং অভিজ্ঞতা দিতে এতে রয়েছে একাধিক বিল্ট-ইন ফিচার। ডিভাইসটির ওজন মাত্র ৩৬৫ গ্রাম হওয়ায় একে এক হাতেই সহজে ধরা যায়।
দ্রুত ও কার্যকর পারফরমেন্স নিশ্চিতে প্যাড এক্স৭ -এ রয়েছে স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং উন্নত ৬ ন্যানোমিটার প্রযুক্তির স্ন্যাপড্রাগন ৮ কোর চিপসেট। টেকসই হওয়ার দিক থেকেও এটি পরীক্ষিত; ডিভাইসটি ৪২টি কঠোর নির্ভরযোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ডিভাইসটিতে আরও রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ভিডিও কল ও কনটেন্ট তৈরিতে স্পষ্টতা ও নির্ভরযোগ্যতা প্রদান করে।

পাওয়ার, পোর্টেবিলিটি ও প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে তৈরি অনার প্যাড এক্স৭ হতে চলছে পেশাজীবী, শিক্ষার্থী এবং বিনোদনপ্রেমী, সকলের জন্য নির্ভরযোগ্য সঙ্গী।

ট্যাবলেটটির উন্মোচন নিয়ে অনারের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমাদের নতুন অনার প্যাড এক্স৭ স্মার্ট ডিভাইসটি ব্যবহারকারী, বিশেষ করে শিক্ষার্থীদের, মাল্টিটাস্কিং থেকে শুরু করে প্রাণবন্ত ডিসপ্লে কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, সব প্রয়োজন পূরণ করবে। ডিভাইসটি ব্যবহারবান্ধব, স্লিম ও সহজে ব্যবহারযোগ্য। পাশাপাশি, ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে শক্তিশালী পারফরমেন্স। আর এসব কিছুই থাকছে প্রতিযোগিতামূলক মূল্যে।”

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com