ছবি সংগৃহীত
ওপার বাংলার অন্যতম সফল এবং ব্যস্ত অভিনেত্রী মধুমিতা সরকার। গত ১৯ জুলাই মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘সূর্য’। ইতোমধ্যে ছবিটি দর্শকমহলে বেশ প্রশংসিত।
ছবি মুক্তির পরেই একের পর এক ফটোশ্যুট সেশনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। তাকে ভিন্ন রূপে দেখা গেছে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে। রীতিমতো ভক্ত অনুরাগীদের কাছে ছড়িয়েছেন মুগ্ধতা, ভরিয়ে তুলেছেন উষ্ণতায়।
সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোস্টে কিছু ছবি শেয়ার করেছেন ওপার বাংলার এই হট গার্ল। দেখে নেওয়া যাক, ছবিগুলোতে কোন রূপে ধরা দিলেন মধুমিতা।
কালো ‘জালি’ ধরনের ড্রেসের ওপর সাদা চুমকির এই পোশাকে আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী। ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, চোখে আই মাশকারায় যেন অনন্য রূপে ধরা দিয়েছেন মধুমিতা।
ক্রিস্টাল এমব্লিশড লং স্লিভের এই পোশাকে বেশ স্পষ্ট হয়ে ওঠে মধুমিতার পরনে কালো অন্তর্বাস। ক্যামেরায় মধুমিতার দুষ্ট চাহনির পোজ রীতিমতো আকর্ষণীয় করে তোলে তাকে।
মধুমিতার ছবিগুলো অন্তর্জালে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে উষ্ণতা ছড়িয়ে পড়ে। একের পর এক তা প্রকাশ করতে থাকে ভক্তরা।
সম্প্রতি ‘ফেলু বক্সী’ ছবিরও শ্যুটিং শেষ করেছেন মধুমিতা। এই ছবিতে তার বিপরীতে রয়েছেন সোহম চক্রবর্তী। এছাড়া ‘চিনি ৩’ ও দেখা যাবে তাকে। একটি হিন্দি ও দক্ষিণী ছবিতে কাজের কথা রয়েছে অভিনেত্রীর। সূএ: ঢাকা পোস্ট ডটকম